"বাংলা ইলম একাডেমি কেন? বাংলা ইলম একাডেমির লক্ষ্য হল আকিদা (বিশ্বাস), তাওহীদ (আল্লাহর একত্ব), হাদিস (রাসূলের বাণী) এর ক্ষেত্রে কোরান ও সুন্নাহ থেকে প্রমাণসহ একজন মুসলমানের প্রয়োজনীয় প্রাথমিক জ্ঞান দিয়ে ধীরে ধীরে ইসলামী জ্ঞান শেখানো। আল্লাহ, ফিকাহ (আইন প্রণয়ন), সিরাত (আল্লাহর রাসূলের ইতিহাস), আদব (আচার-ব্যবহার), লুগাহ আরাবিয়াহ (আরবি ভাষা)। একটি সরল এবং আকর্ষণীয় উপায়ে যারা শরিয়া জ্ঞানে বিজ্ঞ-অজ্ঞ নির্বিশেষে উন্নত করবে সবার শিক্ষার স্তর।"