রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ।' (ইবনু মাজাহ : ২২৪; সহিহুল জামি‘ : ৩৯১৩) ইলম একাডেমি বাংলার লক্ষ্য সবাইকে এই ফরজ ইলম শেখানো। কাছে-দূরের, ছোট বড়, শিক্ষিত-অশিক্ষিত ও নারী-পুরুষ নির্বিশেষে সব পেশার মুসলিমকে কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞানে সমৃদ্ধ করা। তাফসিরুল কুরআন, ইসলামী আকিদা, দীন ও ধর্ম, হাদিস শরিফ, ইসলামী ফিকহ, সিরাতুন্নবী (সা.), আদব-আখলাক ও আরবি ভাষা— এই ৮টি সাবজেক্টে ১০টি করে মোট ৮০টি কোর্স রয়েছে একেকটি সেমিস্টারে। এভাবে চারটি সেমিস্টার পাশ করলে আপনি অর্জন করবেন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ সার্টিফিকেট। যেটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত। এই কোর্সগুলোর মডিউল সরবরাহ করা আছে একাডেমির সাইটে। এসবের ক্লাস নিচ্ছেন দেশ-বিদেশের বাংলাদেশি বিখ্যাত স্কলার ও শায়খবৃন্দ। সবগুলো কোর্স এখন পর্যন্ত সম্পূর্ণ ফ্রি। অতএব খুব সহজে এখনই ফ্রি রেজিস্ট্রেশন করুন এবং পড়ুন ও দেখুন শায়খদের লেকচার। তারপর অনলাইনে পরীক্ষা দিয়ে অর্জন করুন একটি সমৃদ্ধ সার্টিফিকেট। আল্লাহ আপনার সহায় হোন।